গাবতলীর মহিষাবান ইউনিয়নে ভিডব্লিউবির চাল বিতরণ

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৫:৫২ পিএম
গাবতলীর মহিষাবান ইউনিয়নে ভিডব্লিউবির চাল বিতরণ

শনিবার (৩১ মে) বগুড়ার গাবতলীর মহিষাবান  ইউনিয়ন পরিষদে ৫ মাসের ভিডিব্লিউবির চাল ২০০ জন কার্ডধারীর মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মন্ডল।

এসময় ইউপি সচিব তহমিনা আকতার, ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল মিয়া, ইউপি সদস্য মোঃ জহুর আহম্মেদ টপি, আব্দুল কুদ্দুস, আমেনা বিবি, আঙ্গুরী বেগম, আব্দুল বাছেদ, আলম, নুরুল ইসলাম বাটু, মাহফুজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে