সিলেট নগরীতে টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়ক ও দোকানপাট প্লাবিত হয়ে পড়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে নগরীর হাওয়াপাড়া, দাড়িয়াপাড়া, জিন্দাবাজার, উপশহর, তালতলা, ওসমানী মেডিকেল এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা।
দুপুর থেকেই দেখা গেছে, নগরীর বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে আছে। অনেক জায়গায় পানি কোমর পর্যন্ত উঠে গেছে। দোকানপাটে পানি ঢ়ুকে মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। বাসাবাড়িতেও পানি প্রবেশ করায় অনেকে ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন।
জিন্দাবাজারের ব্যবসায়ী আবদুল কাইয়ুম বলেন, “দুপুরে দোকানে পানি উঠে যায়। অনেক মূল্যবান মালামাল নষ্ট হয়ে গেছে। প্রতিবছর একই অবস্থা, কিন্তু সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নেয় না।”
উপশহর এলাকার এক বাসিন্দা জানান, “বৃষ্টির একটু চাপ হলেই আমাদের এলাকা পানিতে ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থা একেবারেই নাজুক। রাত থেকে আমরা ঘরে পানি তুলে দাঁড়িয়ে আছি।”
এদিকে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের আশপাশেও পানি জমে যাওয়ায় রোগী ও স্বজনদের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। জরুরি সেবা কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।
সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমরা দ্রুত পানি অপসারণের চেষ্টা করছি। কিছু এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ চলমান রয়েছে, তবে তা শেষ না হওয়ায় সমস্যা হচ্ছে।”
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা দ্রুত ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়ে বলেছেন, শুধু বর্ষাকাল আসলেই কিছু সাময়িক ব্যবস্থা যথেষ্ট নয়-স্থায়ী সমাধান ছাড়া জলাবদ্ধতার এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।