চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৬:০৬ পিএম
চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বরিশাল নগরীর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা পলাশ ওরফে দা পলাশসহ তার সহযোগিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১১ টায় ওই দুটি ওয়ার্ডের সবস্তরের জনগনের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তারা বলেন, ওই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দা পলাশ ও তার দুই সহদর রাসেল এবং সুমনসহ তাদের ২০/২৫ জনের সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন থেকে এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।

এরমধ্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সমর্থক দা পলাশের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৭টি মামলা থাকা সত্বেও পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেপ্তার করছেনা। উল্টো পলাশ গ্রুপের বিরুদ্ধে কেউ থানায় কোন অভিযোগ দায়ের করলে সন্ত্রাসী গ্রুপ ও পুলিশের কানামাছি খেলা শুরু হয়। পরবর্তীতে এসব সন্ত্রাসীদের দ্বারা হামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে অভিযোগকারীদের। বক্তারা পুলিশের এমন রহস্যজনক আচরনে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করেন। মানববন্ধনে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হানিফ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর মাইনুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মামুন হাওলাদারসহ অন্যান্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে