সরকারের কর্মসূচি না থাকা নিন্দনীয়: আবু নাসের

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৬:০৮ পিএম
সরকারের কর্মসূচি না থাকা নিন্দনীয়: আবু নাসের

বরিশাল  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, স্বাধীনতার ঘোষকের শাহাদাৎ বার্ষিকীতে বর্তমান সরকারের কোন বিবৃতি বা কর্মসূচি না থাকা দুঃখজনক ও নিন্দনীয়।

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চারদিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার (৩১ মে) দুপুরে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবনবাঁজি রেখে স্বাধীনতার ঘোষণা না দিলে, এই জাতির মহান মুক্তিযুদ্ধ সফল করা সম্ভব ছিলনা। এমনকি ১৯৭৫ সালের পট পরিবর্তনের পরে শেখ মুজিবের নিষিদ্ধ করা সকল রাজনৈতিক কর্মকান্ড ও মানুষের মৌলিক অধিকার প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ফিরিয়ে দিয়েছিলেন। 

রহমাতুল্লাহ বলেন, স্বাধীনতার ঘোষণা ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া কোন একক রাজনৈতিক দলের পক্ষে ছিলনা। অথচ এই দুটি বিষয়ে যার কারণে এ দেশ প্রতিষ্ঠা লাভ করেছে তার শাহাদাৎ বার্ষিকীতে বর্তমান সরকারের পক্ষ থেকে কোন কর্মসূচি একনকি বিবৃতি না থাকা খুবই দুঃখজক ও নিন্দনীয়। অন্তর্র্বতীকালীন সরকারের উচিত ছিল স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনার স্বার্থে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা। 

কাশিপুর ইউনিয়নের আবু আইয়াশ (রা.) নূরানী হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখান ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহমতামিম মাওলানা সামসুল আরেফিনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জলের আয়োজনে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব।

একইদিন সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে, ২৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির মহাসচিব আরিকুর রহমান তুহিনের সভাপতিত্বে এবং সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনজুরুল আলম নাসিম খানের সভাপতিত্বে পৃথক পৃথক আলোচনা সভা, দোয়া-মিলাদ, বিনামুল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধণ ও সুবিধা বঞ্চিত মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। প্রতিটি কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে