ঈদে নতুন জামা না পাওয়ার অভিমানে শিশুর আত্মহত্যা

এফএনএস (মোঃ ছানা উল্যাহ; নবাবগঞ্জ, দিনাজপুর) :
| আপডেট: ৩১ মে, ২০২৫, ০৬:২৮ পিএম | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৬:২৫ পিএম
ঈদে নতুন জামা না পাওয়ার অভিমানে শিশুর আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে শুক্রবার  দিবাগত  রাতে  ঈদ উপলক্ষে  নতুন জামা  না  পাওয়ার  অভিমানে সুমাইয়া  আক্তার নীলা (১২) নামে এক কন্যা শিশু আত্মহত্যা করেছে। সে উপজেলার  জয়পুর  ইউনিয়নের জামালপুর গ্রামের অসুস্থ করিম উদ্দিনের  ছোট  মেয়ে।  এ মর্মান্তিক ঘটনায় এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে। নিজ শয়নঘরের বাঁশের সরের সাথে ওড়না পেচিয়ে  গলায় ফাঁস  লাগিয়ে সুমাইয়া আত্মহত্যা করে। 

নিহত সুমাইয়া আক্তারের মামা শওকত আলী  জানান, আমার ভগ্নীপতী দীর্ঘদিন থেকে অসুস্থ। তার দু'ছেলেই সংসারের যাবতীয় খরচ বহন করেন। আমার ভাগ্নেরা ঈদে বাড়িতে এসে ভাগ্নিকে নতুন কাপড় কিনে দেওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্নির মাথায় সমস্যা থাকায় সে নতুন কাপড়েরর জন্য অভিমানে আত্মহত্যা করে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন  জানান, খবর পেয়ে সুমাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশের একটি টিম। তবে নতুন জামা কিনে না দেওয়ার অভিমানে সুমাইয়া আত্মহত্যা করেছে বলে শুনেছি। নিহতের পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু দায়ের করে  মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে