দিঘলিয়ায় কবিতা আসর অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৬:২৮ পিএম
দিঘলিয়ায় কবিতা আসর অনুষ্ঠিত

গত শুক্রবার (৩০ মে) বিকাল সাড়ে ৫ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারস্থ ধুমকেতু সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে এক কবিতা আসর অনুষ্ঠিত হয়েছে। একাডেমির চেয়ারম্যান স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীণ লাইফের প্রতিষ্ঠাতা শেখ রওশন আজাদের সভাপতিত্বে ও অধ্যাপক ইলিয়াস হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কবিতা। আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও সাহিত্যিক শেখ আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরচিত কবিতা ও গল্প পাঠ করেন কবি জান্নাতুল ফেরদৌসী, কবি লোকমান হোসেন, মাস্টার শেখ নজীর আহমদ, আলহাজ মোল্যা জালাল উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন, ধুমকেতু একাডেমীর ভাইস চেয়ারম্যান কাজী জুলফিকার আলী, অধ্যাপক ডাঃ হুমাউন কবির, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এম ফরহাদ কাদির, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, সাংবাদিক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, শেখ রেজাউল ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে