শেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৬:৪০ পিএম
শেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

শেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার (৩১ মে) সকালে কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে র‌্যালিটি শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন এর সভাপতি কে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, চেম্বার পরিচালক তৌহিদুর হমান পাপ্পু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিবুল ইসলাম, এনজিও প্রতিনিধি খন্দকার সালাহউদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, শিক্ষার্থী আতিকা আঞ্জুম বুশরা প্রমুখ। পরে এ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী ৩ শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে