বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৬:৫২ পিএম
বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

দিনাজপুরে বীরগঞ্জে "তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিবাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।

৩১মে শনিবার সকাল ১০টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সহযোগীতায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে  আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএর  সহকারী প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েম, বীরমুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, বীরগঞ্জ থানার প্রতিনিধি এসআই আনছারুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হায়দার আলী’। আলোচনা শেষে বিশ্ব তামাক মুক্তদিবসের রচনা প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।  

র‌্যালি ও আলোচনা সভা শেষে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত আইন ২০১৩) মতে বিড়ি সিগারেট ও জর্দ্দার বিজ্ঞাপন লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী এবং কোম্পানি হাট-বাজারে, পান দোকান ও মুদির দোকানের সামনে খালি সিগারেটের প্যাকেট সাজিয়ে বা পোস্টার লাগিয়ে ক্রেতাদের আকর্ষণ করছে এসব কারণে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকায় প্রকাশ্যে ধূমপান করায় কৃষ্ণ মোহন রায় (৭০) কে ৫০টাকা ও দোকানের সামনে খালি সিগারেটের প্যাকেট সাজিয়ে ক্রেতাদের আকর্ষণ করার অপরাধে পান দোকানদার রবিউল ইসলাম (৪৪) কে ৩০০টাকা ও মোঃ শাহাজান আলী (৩৫) কে ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

আপনার জেলার সংবাদ পড়তে