নওগাঁর মহাদেবপুরে হাতুড় ইউনিয়নের মহিষবাথানে এনজিও উদয়ন সমিতির বদান্যতায় ৩৪ শিক্ষার্থী পেলো বাইসাইকেল। গ্রামীণ জনপদে অনেক দূর থেকে পায়ে হেঁটে যারা বিদ্যালয়ে উপস্থিত হতো, বাইসাইকেল পেয়ে তাদের ভোগান্তির অবসান ঘটবে এমনটাই জানালো তারা। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বৃষ্টিভেজা দুপুরে সমিতি প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পাড়ুয় ৩৪ শিক্ষার্থীর মধ্যে এসব বাইসাইকেল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এসসময় অন্যদের মধ্যে হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উদয়ন সমিতির সভাপতি মকলেছুর রহমান বকুল, নির্বাহী পরিচালক ফজলুল হক মোল্লা, ব্যবস্থাপক দুরুল হুদা, মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, ইউপি সদস্য মোরশেদ আলম, কোহিনুর বেগম, সমাজ সেবক বেলাল হোসেন, আব্দুর রব, সুলতান জাভেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া, সাথী, দীপ কুমার প্রমুখ জানায়, তারা রিক্সাভ্যানযোগে স্কুলে আসে। বাইসাইকেল পাওয়ায় আর ভ্যান ভাড়ার খরচ লাগবেনা। প্রধান অতিথি বাইসাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরো মনযোগি হবার পরামর্শ দেন। সমিতির ব্যবস্থাপক জানান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে তিন লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এসব বাইসাইকের বিতরণ করা হয়। এর আগেও তারা সমিতির উদ্যোগে বিভিন্ন শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছেন।