শেরপুরের নকলা উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহজানপুর মিয়া’র গোডাউন থেকে গত বৃহস্পতিবার দরিদ্রের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৪১ বস্তা চাল জব্দসহ তাকে আটক করে যৌথ বাহিনী। এ অপরাধের কারনে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির আহবায়ক মো. খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল-এঁর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ৮নং চর-অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাজাহানকে দলীয় ভাব-মূর্তি ক্ষুন্ন করার জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হইল।’