বরিশাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির বহিস্কৃত আহবায়ক সাগর উদ্দিন মন্টিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর আগরপুর রোড থেকে কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে আটক করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সদর রোডের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সূত্রমতে, এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর দুপুরে বরিশাল সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর মন্টির নেতৃত্বে হামলা চালানো হয়।
এ সময় মারধর করে তাকে (বাবলু) তুলে নিয়ে যেতে চায় হামলাকারীরা। এ ঘটনায় ওইদিনই সাগর উদ্দিন মন্টি ও তার সহযোগিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছিলো মন্টি। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাগর উদ্দিন মন্টিকে দল থেকে বহিস্কার করা হয়।