গুমের শিকার স্বজনদের ফিরে পেতে মানববন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৭:৩১ পিএম
গুমের শিকার স্বজনদের ফিরে পেতে মানববন্ধন

গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া, ভূক্তভোগীদের পরিবারকে শতভাগ নিরাপত্তা নিশ্চিতসহ সরকারি পুনর্বাসনের দাবিতে বরিশালে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক নিখোঁজ দিবস উপলক্ষে শনিবার (৩১ মে) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অধিকার বরিশালের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা গুমের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারসহ দেশ থেকে গুম প্রথার বিলুপ্তির দাবি করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিখোঁজ ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, নিখোঁজ হায়দার আলীর স্ত্রী, অধিকার বরিশালের প্রতিনিধি আজিজ শাহিন, দোলন দে প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৭ বছর দেশে গুমের শিকার হওয়া অসংখ্য মানুষ এখনও বাড়ি ফেরেনি। তাদের পরিবারের স্বজনরা বছরের পর বছর অপেক্ষা শেষে এখন ক্লান্ত হয়ে পরেছেন। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসংখ্য পরিবার মানবেতর জীবন যাপন করছেন। তাই গুমের শিকার ব্যক্তির পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে সরকারি সহায়তা দরকার। এছাড়া দেশে যে গুমের সংস্কৃতি ছিলো তা মুছে ফেলে জনগণের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিতের দাবি করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে