বৃষ্টির পানিতে ভেসে যাওয়া

তিতাস নদী থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৭:৩৬ পিএম
তিতাস নদী থেকে দুই বোনের মরদেহ  উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট পানির ঢলে ভেসে যাওয়া মারিয়া আক্তার  (১২)  ও সামিয়া আক্তার  (১০) নামে  দুই  বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার  সকালে তিতাস নদী  থেকে মর‍দেহ দুই টি উদ্ধার করা হয়।এর আগে  শুক্রবার বিকালে বৃষ্টির সময় গোকর্ণ আকাশী মাঠে   গরু আনতে গিয়ে খাল পারাপারের সময়  পানির তোড়ে নিখোঁজ হন আপন দুই বোন। মারা যাওয়া  মারিয়া ও সামিয়া  গোকর্ণ মধ‍্যপাড়ার প্রবাসী মিনার আলীর মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ মে) বিকাল ৩টার দিকে  স্থানীয়  আকাশী মাঠে  গরু আনতে গিয়ে  নিখোঁজ হয়।

আত্মীয়-স্বজনরা তাদের  সন্ধানে খালে নেমেছিলেন। খাল থেকে পানির স্রোত তিতাস  নদীতে গিয়ে পড়েছে। পানির স্রোত যেদিকে গেছে তারা সেই দিক দিয়ে খোঁজাখুঁজি করেও তাদের পাননি।  সংবাদ পেয়ে রাতেই পুলিশ,  ফায়ার সার্ভিসের কর্মীরাসহ  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন   ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার ভোরে গোকর্ণ বেরিবাঁধ সংলগ্ন তিতাস নদীতে ভাসমান অবস্থায়  দুটি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে  পরিবারের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ঘটনা সত‍্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে