কমলগঞ্জে রাস্তার পাশের যাত্রী ছাউনি উধাও

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৭:৫৩ পিএম
কমলগঞ্জে রাস্তার পাশের যাত্রী ছাউনি উধাও

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা বাজারে স্থাপিত যাত্রী ছাউনি রাতের বেলা দৃশ্যমান থাকলেও আজ ভোরবেলা দুর্বৃত্তরা যাত্রী ছাউনিটি ভেঙ্গে নিয়ে যায়। শনিবার(৩১ মে) সকালে সরজমিনে গিয়ে দেখা,যাত্রী ছাউনির নিছের ইট বিছানো খালি অংশ পড়ে আছে, লোহার পাইপ, টিনসহ অন্যান্য সামগ্রী ভোরবেলা দুর্বৃত্তরা ভেঙ্গে নিয়ে গেছে।

স্থনীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে এ অঞ্চলের শিক্ষার্থীরা ও জনসাধারণ এ যাত্রী ছাউনিটি ব্যবহার করে আসছেন, এছাড়া ঝড়, বৃষ্টির সময় পথচারীরাও এখানে আশ্রয় নেন, কিন্তু কি কারনে কারা যাত্রী ছাউনিটি ভেঙ্গে নিয়ে গেল সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার  দাবী জানান।

বাজারে সিসি ক্যামেরা ও নিরাপত্তা প্রহরী থাকার পরও কিভাবে এ ঘটনা ঘটলো এমন প্রশ্নের জবাবে স্থানীয় ইউপি সদস্য ও বটতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুরমান মিয়া বলেন,গতকাল রাতেও আমি বাজার থেকে বাড়িতে যাওয়ার সময়  যাত্রী ছাউনি দেখেছি,সকালে আমি ফোনে জানতে পারি যাত্রী ছাউনিটি কে বা কাহারা ভেঙ্গে নিয়ে গেছে। আমরা খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

বাজারের সাধারন সম্পাদক বেলাল আহমদ জানান,সিসি ক্যামেরা গতকাল রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ক্যামেরা গুলো বন্ধ করে রাখা হয়েছে।

এবিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,যাত্রী ছাউনি ভাঙ্গায় যারাই জড়িত থাকুক তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এবং এখানে যত দ্রুত সম্ভব পুণরায় যাত্রী ছাউনি নির্মাণের জন্য স্থানীয় ইউপি সদস্যকে নির্দেশ দিয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে