কাপসন্ডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৮:২১ পিএম
কাপসন্ডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

আশাশুনি উপজেলার কাপষন্ডায় স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতেন্ত্রর প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকালে ৫ নম্বর ওয়ার্ড যুবদল কাপসন্ডা মৎস্য সেটে এ অনুষ্ঠানের আয়োজন করে।

খাজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা আদাবর থানা বিএনপির দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিকী লাকি। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু। সভায় উপজেলা তাঁতি দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আজিজ, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আলী মোড়ল, কৃষক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম রাব্বি, মুক্তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।