জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে খোদ্য সামগ্রী বিতরন

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৮:৩০ পিএম
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে খোদ্য সামগ্রী বিতরন

মহান স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাট পৌর যুবদল ২৫০ পরিবারের মাঝ খাদ্য সামগ্রী বিতরন করেছে।  শনিবার (৩১ মে) বিকালে শহরের দাশপাড়া মোড়স্থ পৌর যুবদলের অস্থায়ি কার্যালয়ে আরোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা। পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাবেক যুবদল নেতা মোঃ জুয়েলসহ পৌর যুবদলের নেতৃবৃন্দরা। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, একজন সাহসী মুক্তিযোদ্ধা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি রচনা করেন। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে ।

বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির সংগ্রামের সফলতা কামনা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে