দিঘলিয়ায় ব্যক্তিগত প্রবেশদ্বারে ব্রিজ নির্মাণ

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৫ এএম
দিঘলিয়ায় ব্যক্তিগত প্রবেশদ্বারে ব্রিজ নির্মাণ

খুলনা দিঘলিয়া উপজেলার দিঘলিয়ায় জনৈক শাহিন শেখের নিজস্ব বাগান বাড়ির প্রবেশপথে সরকারি অর্থ বরাদ্দে সেতু নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দিঘলিয়াবাসী ও সরেজমিনে পরিদর্শনে জানা যায়, দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় ( দিঘলিয়া গ্রামের) ভৈরব নদীর তীরে জনৈক শাহিন শেখের সংরক্ষিত নিজস্ব আম বাগানের প্রবেশ দ্বারে ড্রেনের উপর এ সেতুটি নির্মাণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট কর্মসূচি ২০১৫-২০১৬ এর আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প ২০১৫-১৬ এর আওতায় এ সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৪০ ফুট এবং সেতুটির চূড়ান্ত ব্যয় ধরা হয়েছিল ৩২ লাখ ৩৫ হাজার ২৫১ টাকা ৩৪ পয়সা। প্রকল্পের নাম উল্লেখ আছে দিঘলিয়া শাহিন সাহেবের জমির নিকট সেতু নির্মাণ। তবে এলাকাবাসী বলেছেন, এ সেতুর নামে বরাদ্দ বাড়িয়ে প্রায় ৭০ লাখ টাকা করা হয়। টাকার পরিমাণ যাই হোক ব্যক্তিগত প্রয়োজনে সরকারি অর্থে প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়ন করা সীমাহীন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও চরম দুর্নীতির মধ্যে পড়ে কিনা তা ক্ষতিয়ে দেখা সরকারের সর্বমহলের ক্ষতিয়ে দেখা এলাকাবাসীর জোর দাবী। বিভিন্ন সূত্র থেকে আরো জানা যায়, বিগত ১৬ বছরের আওয়ামী লীগের সৈরাচারী শাসনামলে কুমিল্লা-আসনের প্রভাবশালী এমপি ছিলেন আবু হেনা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। এর আগে এক সময় তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন। তার স্ত্রী কাশমেরী কামাল ও কন্যা নাফিসা কামাল। আওয়ামী লীগের সাবেক এ এমপি আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল যেমন নিজ প্রভাবে সরকারি অর্থ ও সম্পদ যেমন দুই হাতে লুটপাট করেছেন, তেমনি তার স্ত্রী ও কন্যাও লুটপাটে পিছিয়ে থাকেনি। আর তাদেরই হাত ধরে সামনে-পিছনে, ডানে-বামে অবস্থান নিয়ে অনেকেই হয়েছেন ধন্য। রাতারাতি গড়ে তুলেছেন অঢেল সম্পদ ও প্রতিপত্তির মালিক। ৫ আগষ্ট সৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর তার অনেক প্রভাবশালী মন্ত্রী ও এমপিরা পালায় দেশ ছেড়ে। লোটাস কামাল, তার স্ত্রী কাশমেরী কামাল ও কন্যা নাফিসা কামালও তাদের অর্জিত অর্থের সিংহভাগ নিয়ে গত ২২ আগষ্ট বাংলাদেশ ছেড়ে নিরুদ্দেশে পাড়ি জমিয়েছে এমনটাই নানা যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তাদের প্রভাব ও আনুকূল্য লাভে ধন্য ডানে-বামে ও আগে-পিছে থাকা অনেক দুর্ণীতি পরায়ন ব্যক্তিরাও গা ঢাকা দিয়েছেন। তেমনই এক ব্যক্তি দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের শেখ শামসুর রহমানের পুত্র শেখ শাহিন। তিনি প্রভাবশালী এমপি লোটাস কামালের কন্যার খুব কাছের লোক ছিলেন। তার ও তার মায়ের সুপারিশে লোটাস কামাল প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে এ সেতুটির বাস্তবায়ন করেন শাহিনের একান্ত ব্যক্তিগত সুবিধার্থে। যা সম্পূর্ণভাবে অবৈধ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মধ্যে পড়ে। শুধু সেতুই নয় তার বিরুদ্ধে আরো সরকারি অর্থ আত্নসাৎসহ নানা অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে যান। নিজ কন্যা-পুত্রকে চাকুরি দেওয়া, স্বজনদের চাকুরি দেওয়া, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজী, ক্রিকেট বোর্ডের দুর্ণীতিসহ আরো অনেক অভিযোগ রয়েছে যা তদন্তের দাবী রাখে এমনটাই জানিয়েছেন এলাকার বিশিষ্টমহল।

আপনার জেলার সংবাদ পড়তে