স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ফজলুল হক মিলন

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১ জুন, ২০২৫, ১২:১৪ পিএম
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ফজলুল হক মিলন
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম সাহাদাৎ বার্ষিকীতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন তাঁর ভেরিফাইড ফেইসবুক পেইজে বলেছেন, এমন মানুষ বছরে বছরে গন্ডায় গন্ডায় জন্মায় না। শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করতে হয় জাতির এমন একজন মহানায়কের জন‍্য। সমকালের গড়পড়তা মানুষের মতো নন। ইতিহাস তাদেরকে কুর্নিশ করে, কৃতজ্ঞতায় নত হয় দেশ, বিশ্ব জানায় অভিবাদন। শত বিরুপ সমালোচনার পরও মানুষের হৃদয়ে তাদের গৌরবোজ্জল ইতিহাস দেদীপ‍্যমান হয়ে ওঠে । আমাদের জাতির তেমন একজন দিশারীর কথাই বলছি। এটাকোন বীরপুজা বা ব‍্যাক্তি বন্দনা নয়। জন্মভূমির ক্রান্তিকালের অসীম সাহসী ত্রাতার প্রকৃত মুল‍্যায়ন । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমেরিকায় জন্মালে হতেন জর্জওয়াশিংটন, গ্রেট বৃটেনে জন্মালে হতেন চার্চিল, ফ্রান্সে জন্মালে দ‍্য গল, রাশিয়ায় জন্মালে মার্শাল জুকভ, চীনে জন্মালে মাও সেতুং, কুর্দি হলে হতেন গাজী সালাহউদ্দিন, তুরস্কে জন্মালে হতেন মোস্তফা কামাল পাশা, প্রাচীন পার‍্যসে জন্মালে হতেন সাইরাস দ‍্য গ্রেট, আলজেরিয়ায় হলে হতেন তারেক ইবনে জিয়াদ, মহিশুর জন্মালে হতেন হায়দর আলী, মিশরে জন্মালে জামাল নাসের, মুঘল হলে হতেন বাবর, আফগান হলে হতেন শের শাহ্ সূরী, মালয়েশিয়ায় হলে হতেন ড. মাহাথির মোহাম্মদ, গ্রীসের মেসিডোনিয়ায় হলে হতেন আলেকজান্ডার আর ফিলিস্তিনে জন্মালে হতেন ইয়াসির আরাফাত, বিংশ শতাব্দীতে বাংলাদেশে তিনি হয়েছেন জিয়াউর রহমান। তিনি আমাদের জাতীয় পরিচয় ও আর্দশের পতাকা। 'শাহাদতের এই দিনে তোমায় অভিবাদন, লোকান্তরিত হে মহানায়ক জিয়াউর রহমান'।
আপনার জেলার সংবাদ পড়তে