চন্দনাইশে চাদা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০১:১৪ পিএম
চন্দনাইশে চাদা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব ধোপাছড়িতে প্রবাসী দোলোয়ার হোসেন বাড়ি করতে গেলে সন্ত্রাসীরা ৫লক্ষ টাকা চাদা দাবি করে। সে চাদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। শনিবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রবাসী দোলোয়ার হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। এ ঘটনায় তারই স্ত্রী ফরিদা ইয়াছমিন বাদি হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন । যার নং-১০ এদিকে মামলা করায় সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং মামলা তুলে না নিয়ে হত্যা হুমকি দিচ্ছেন বলে জানান আহত প্রবাসীর মা রোকেয়া বেগম (৭৫) উপস্থিত সাংবাদিকদের দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি বলেন আমার সন্তান তার বাপের ভিটাতে ঘর করতে কেন সন্ত্রাসীদের চাদা দিতে হবে। মা রোকেয়া বেগম বিযয় সুষ্ট তদন্তের মাধমে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে