কোম্পানীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০১:২১ পিএম
কোম্পানীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা, পৌরসভা এবং প্রত্যেক ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

এসময় আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য এডভোকেট আবদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

এতে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা শওকত হোসেন ছগির, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সালা উদ্দিন সুমন, বসুরহাট পৌরসভার    ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুদ্দিন হায়দার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর উদ্দিন রুবেল ও হুমায়ুন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে