শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোণা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ। শনিবার ( ৩১ মে) বিকেলে চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গেল বছরের ৫ আগস্ট চন্দ্রকোণা কলেজে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নকলা থানায় দায়েরকৃত মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিপক্ষে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
এ ব্যাপারে নকলা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।