বরিশালে নবগঠিত ছাত্রদলের কমিটি নিয়ে তুমুল বিতর্ক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৩:০৭ পিএম
বরিশালে নবগঠিত ছাত্রদলের কমিটি নিয়ে তুমুল বিতর্ক

নবগঠিত বরিশালের ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘোষিত কমিটিতে স্বৈরাচারের দোসর ছাত্রলীগসহ অনেক অছাত্র স্থান পাওয়ায় পদবঞ্চিত একটি বৃহৎ অংশ সংক্ষুব্ধ হয়ে উঠেছে। যা নিয়ে নেতিবাচক লেখালেখিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, নবগঠিত কমিটির অনেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সরাসরি আবার কেউ জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। অনেকের আবার ছাত্রত্বও নেই। তারপরেও তাদের ছাত্রদলের কমিটিতে পদ দেওয়া হয়েছে, যা তামাশার সামিল।

সূত্রমতে, গত ৩০ মে রাতে বরিশাল সদর ব্যতিত জেলার নয়টি উপজেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান। এ কমিটির অনুলিপি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুককে ঘিরে তোলপাড় শুরু হয়।

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ অভিযোগ করে বলেন, বাবুগঞ্জ সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের ঘোষিত কমিটির সভাপতি মল্লিক সাকিব উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্রসমাজের যুগ্ম সম্পাদক ছিলেন। এমনকি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে তার ব্যাপক সখ্যতাও ছিল। বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করায় ত্যাগীরা উপেক্ষিত রয়েছেন এবং তাদের যথার্থ মূল্যায়ন করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। সভাপতি মল্লিক সাকিব বলেন, কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই করেই আমাকে পদ দিয়েছেন। মূলত কোরামভিত্তিক জটিলতার কারণে নিজ দলের প্রতিপক্ষের নেতাকর্মীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সূত্রমতে, মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ ডিগ্রি কলেজের নতুন কমিটির সহ-সভাপতি আল-আমিনের বিরুদ্ধে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পদে থাকার অভিযোগ রয়েছেন। একই কমিটির সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ওই কলেজের ছাত্র নন। যা নিয়ে ফেসবুকে সমালোচনা করছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। চরকালেখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন অভিযোগ করেন, কমিটিতে ত্যাগীদের রাখা হয়নি এবং সম্পাদক মারুফ বিল্লাহ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন, এমনকি তার ছাত্রত্বও নেই।

তবে আল-আমিন বলেন, আমি ছাত্রদল করে অনেক নিপিড়নের শিকার হয়েছি। আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার আসামিও হয়েছি। চরকালেখান আদর্শ ডিগ্রি কলেজে নেতৃত্ব নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে জানিয়ে মুলাদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ঢালী বলেন, কমিটির এই দুজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গৌরনদী উপজেলার কাসেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় ছাত্রদলের কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গৌরনদী উপজেলার সাধারণ সম্পাদক ও অতীতে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলার প্রধান দানব হারিছুর রহমানের সাথে তার ঘনিষ্ঠতা ছিলো। কমিটিতে তিনি স্থান পাওয়া নিয়ে সমালোচনা চলছে। 

এছাড়া জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ, উজিরপুর এবং বানারীপাড়া উপজেলার বিভিন্ন কলেজের নতুন কমিটি নিয়েও একই ধরনের বিতর্ক চলমান রয়েছে। পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, বরিশালে কমিটি ঘোষিত ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ১৮, মেহেন্দিগঞ্জের নয়, হিজলার চার, বানারীপাড়ার পাঁচ, উজিরপুরের সাত, বাবুগঞ্জের চার, মুলাদীর নয়, গৌরনদীর পাঁচ ও আগৈলঝাড়া উপজেলায় চারটি প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতেই স্বৈরাচারের দোসর এবং বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার ক্ষেত্রে স্ব-স্ব উপজেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকার কথা থাকলেও সেখানে জেলার নেতাদের নাম দেখা যাচ্ছে। ফলে এখানে গঠণতন্ত্র উপেক্ষা করা হয়েছে।

এ ব্যাপারে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, পক্ষকালের বেশি সময় ধরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল এবং মো. আরিফুল ইসলাম বরিশালে অবস্থান করছেন। তারাই সকলের কাছ থেকে সিভি সংগ্রহ করেছেন। এমনকি বরিশাল বিএনপির কার্যালয়ে প্রার্থীদের ডেকে সাক্ষাৎকারও নেওয়া হয়। পরবর্তীতে উপজেলার নেতাদের সাথে সমন্বয় করে কেন্দ্রীয় ছাত্র নেতারা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতৃত্ব চূড়ান্ত করেছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, একসাথে এতোগুলো কমিটি ঘোষণার অতীত উদাহরণ নেই। যেকারণে অনেকে বাদ পরেছেন। তারাই সম্ভবত ক্ষুব্ধ হয়ে ফেসবুকে নেতিবাচক সমালোচনা করছেন কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে কোনো রূপ স্বজনপ্রীতি বা অনিয়ম করা হয়নি। তিনি আরও বলেন, ঘোষিত কমিটির কাউকে নিয়ে কোন আপত্তি থাকলে প্রমানসহ লিখিত আবেদন করতে বলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে