(২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ) পার্র্র্র্র্র্র্টনার এর আওতায় দিনাজপুরের হিলিতে নিরাপদ খাদ্য উৎপাদন ও উচ্চ ফলনশীল জাতের ফসলের আবাদ বাড়াতে কৃষক-কৃষানী ও সুধীজনদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) দুপুর ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও অমিত রায়।
এসময় সেখানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা,হাকিমপুর প্রেসক্লাব সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদ রানা।
এতে উপজেলার আদিবাসী ও প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষানী ও সুধিজনসহ ১০০ জন অংশগ্রহন করেন।
পর্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মেজবাহুর রহমান নিরাপদ খাদ্য উৎপাদন, দেশে উৎপাদিত কৃষি পণ্য বিদেশে রপ্তানিকরতে কৃষি ক্ষেত্রে প্রযুক্তি ব্যাবহার ও বিভিন্ন প্রযুক্তির সফতলা তুলে ধরেন।