চট্টগ্রামে ব্যাঙ ধরতে গিয়ে অপহরণ, ৫ যুবক উদ্ধার

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৩:২৪ পিএম
চট্টগ্রামে ব্যাঙ ধরতে গিয়ে অপহরণ, ৫ যুবক উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালারখিল এলাকায় ব্যাঙ ধরতে বের হয়ে অপহরণের শিকার হয় ৫ মারমা যুবক। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে চাওয়া হয় ৫ লক্ষ টাকা মুক্তিপণও। এ ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তাদের অবস্থান সনাক্ত করে গাছের সাথে বাঁধা অবস্থায় অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

শনিবার রাতে উপজেলার মহিষের বাম গহীন পাহাড়ি এলাকা থেকে অভিযান পরিচালনা করে গাছের সাথে বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। অপহৃত ৫ উপজাতি হলো- পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, অপহৃত ব্যক্তিরা বৃষ্টিতে ব্যাঙ শিকার করতে বাসা থেকে বের হয়। এসময় তারা চন্দ্রঘোনা থানার আমতলী এলাকা থেকে রাঙ্গুনিয়া থানাধীন লালারখিল এলাকার পাহাড়ে যায়। পরে সেখানে তাদের ৫ থেকে ৬ জন অজ্ঞাত আসামি অস্ত্রের মুখে জিম্মি করে মহিষেরবাম গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের গাছের সাথে বেঁধে রাখে এবং পরদিন সকালে উপজাতিদের পরিবারে কল দিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় গতকাল রাঙ্গুনিয়া থানায় একটি অপহরণের মামলা করে ৫ উপজাতির পরিবারের সদস্যরা। মামলাটি আমলে নিয়ে তদন্তে বের হয় ২৪ ঘটনার মধ্যে তাদের উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোন আসামীকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে