মতলব উত্তরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৪:১৮ পিএম
মতলব উত্তরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) সকালে ছেংগারচর পৌর পার্টি অফিস প্রাঙ্গণে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সভা ও দোয়া আয়োজন করেন।

ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার। 

বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা অ্যাড. শরীফ মুহাম্মদ ফেরদৌস শাহীন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনিসুজ্জামান আনিস, ছেংগারচর পৌর যুবদলের সহ-সভাপতি আলম সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, যুগ্ম আহ্বায়ক জয়নাল পাটোয়ারী পিনু।

মোঃ আলমগীর সরকার বলেনশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা না দিলে এই জাতির মহান মুক্তিযুদ্ধ সফল করা সম্ভব ছিল না। এমনকি ১৯৭৫ সালের পট পরিবর্তনের পরে শেখ মুজিবের নিষিদ্ধ করা সকল রাজনৈতিক কর্মকান্ড ও মানুষের মৌলিক অধিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ফিরিয়ে দিয়েছিলেন। মিলাদ দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে