কুলাউড়ার সীমান্তে

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৪:৩৭ পিএম
বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলা সদর কৈলাশহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নস্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য। তিনি শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দুরুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে বলে ইউপি সদস্য আজিজুল হক দুরুদ জানান। তিনি বলেন, বিএসএফ প্রদীপের বাঁ পায়ে গুলি করে। গুলিতে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

এ ব্যাপারে ৪৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ, এস, এম, জাকারিয়া বলেন, ঘটনাটি তারা লোক লোকেমুখে শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে