কিশোরগঞ্জের হোসেনপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নে উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ জুন ) সকালে উপজেলা পরিষদ হলরুমে সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (ঝওগচখঊ) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ,উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদুল হক, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম রহিদসহ ইউনিয়ন পরিষদের সচিব,হিসাব সহকারী ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।