খুলনার স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয় সরকারি ঘোষণা

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৬:০৪ পিএম
খুলনার স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয় সরকারি ঘোষণা

খুলনার দিঘলিয়া উপজেলার ‘স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি ঘোষণা করা হয়েছে। যার স্মারক নং ৩৭.০০.০০০০.০৯২.১৫. ০১০.২৩-৬১৮ বুধবার ২১ মে ২০২৫ইং।

বুধবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়’ সরকারিকরণ করা হলো। এখন থেকে বিদ্যালয়টির নাম হবে ‘স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়’। প্রচলিত বিধি-বিধানের আলোকে এই প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সরকারি চাকরিতে আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

এক সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলায় অবস্থিত বৃহৎ পাটকল প্রতিষ্ঠান স্টার জুট মিলস ১৯৭০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়ে ৩৮৬ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছেন। শিক্ষক কর্মচারী মিলে আছেন ১৩ জন।

উল্লেখ্য দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়টি ২০১৮ সালে সরকারিকরণ করা হয়। দিঘলিয়ার একই ইউনিয়নের অপর একটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের ফলে এ অঞ্চলের কর্মহীন শ্রমিক পরিবারের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন এলাকার শিক্ষানুরাগীমহল। সুফলভোগী স্টার জুট মিলস এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মোঃ লুৎফর রহমান বিদ্যালয়টি সরকারিকরণে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে