ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ মাদক কারবারি গ্রেপ্তা হয়েছে। শনিবার দিবাগত রাতে সরাইল সদরের হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালায় সরাইল থানা পুলিশের একটি দল। অভিযানকালে তারা সদরের কাচারি পাড়া এলাকার আপন (৩৫), আরিফাইলের নয়ন (৪০) ও জাহাঙ্গীর নামের তিন মাদক কারবারিকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ওই তিনজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরা তিনজনই মাদক ব্যবসায়ি। মাদক ব্যবসায়ি ও মাদকাসক্তদের সাথে কোন ধরণের আপোষ নেই। আমাদের অভিযান অব্যাহত থাকবে।