কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঘোড়াঘাট আয়োজিত কৃষক কৃষানির অংশ গ্রহনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকাকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায়‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়। রোববার বেলা ২টায় উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি অফিসার রফিকুজ্জমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র,ঘোড়াঘাট পৌর বি এনপির সভাপতি ও জেলা যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুস সাত্তার মিলন,উপজেলা বি এন পির সাধারন সম্পাদক আবু সাইদ,সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আলমগীর হোসেন,সাবেক পৌর কাউন্সিলর সাহিদ পারভেজ,কৃষক জাহাঙ্গীর আলম,বদরুল আলম বুলু,শরিয়ত হোসেন। উপস্থাপনায় ছিলেন এম জি এস কামরুজ্জামান। বক্তাগন আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে বিপ্লব ঘটানোর আশা ব্যাক্ত করেন।