কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ব্ল্যাক অফিসের সন্নিকটে পাখা পাড়ায় রোববার ভোরে মাল বাহি একটি চলন্ত ট্রাক যশোর - ট -০২-০২১৪ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পচা শেকের ঘরে ঢ়ুকে পড়ে এতে পচা শেখের ঘুমন্ত স্ত্রী রুবি আক্তার (৪৫) ও তার কন্যা নিশি আক্তার (২২)গুরুতর ভাবে আহত হয় আহতদের প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে তাদের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।