রাজারহাটে কোরবানীর পশুর চামড়া ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০২:১৪ পিএম
রাজারহাটে কোরবানীর পশুর চামড়া ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

কুড়িগ্রামের রাজারহাটে পবিত্র ঈদ-উল- আযাহা উপলক্ষে  কোরবানীর পশুর চামড়া ব্যবস্থাপনা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২জুন) সকাল ১০টায় রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, উপজেলা কৃষি অফিসার মোছা. সাইফুন্নাহার সাথী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখী, ইসলামিক ফাউন্ডেশনের ফ্লিড সুপারভাইজার মো. মুরাদ হোসাইন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতীব মো. উমর ফারুক বিল্লাহ্ প্রমূখ। বক্তাগণ কোরবাণীর পশুর চামড়া কিভাবে সংরক্ষণ করে চামড়া শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় বিভিন্ন কওম্বী মাদরাসার প্রধান এবং মসজিদের ইমাম ও খতীব উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে