পাকুন্দিয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে প্রশিক্ষণ

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৩:১৬ পিএম
পাকুন্দিয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে প্রশিক্ষণ

 কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রক আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন ) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপি এ প্রশিক্ষণ হয়। এতে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন। 

প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্যানেল ভিত্তিক আলোচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিমুল হক, উপজেলা শিক্ষা অফিসার ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া, থানার এসআই আশিষ কুমার দাস। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম। 


প্রশিক্ষণে তামাকজাত পণ্য ব্যবহার থেকে মানুষকে নিরোৎসাহিত করা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দক্ষতা উন্নয়ন ও সচেতনতা সৃষ্টি, আইন প্রয়োগের কৌশল, জনসচেতনতা সৃষ্টিতে প্রচার-প্রচারণা, তামাক থেকে নারী-শিশুসহ সাধারণ মানুষদেরকে সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে