টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার প্রত্যান্ত চরাঞ্চলে ঈদ উপহার বিতরণ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। সোমবার দিন ব্যাপি ভুঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চালের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে তিনি এসব বিতরণ করেন। এসময় তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝেও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
তিনি পায়ে হেটে দুর্গম যমুনার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের বাড়ি ঘর পরিদর্শন করেন এবং আগত বন্যার আগাম প্রস্তুতির খোঁজখবর নেন।
এতে ভুঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মো: তারিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।