সীতাকুণ্ড প্রেসক্লাব আবারো আওয়ামী দোসরদের নিয়ন্ত্রণে

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৩:৫৩ পিএম
সীতাকুণ্ড প্রেসক্লাব আবারো আওয়ামী দোসরদের নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেসক্লাব আবারো আওয়ামী দোসরদের নিয়ন্ত্রণে। বিগত ১৭ বছর যাবত ফ্যাসিস্ট আওয়ামীলীগের ছত্রছায়ায় সীতাকুণ্ড প্রেসক্লাব পরিচালিত হয়ে আসছিল। প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক সহ কার্যকরী পরিষদের  বেশিরভাগ সদস্য সরাসরি পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে পদ - পদবীতে থেকে প্রশাসনকে দিয়ে বিএনপি -জামাত ও ভিন্নমত পোষণকারীদের উপর দমনপীড়ন চালায়। এই সব আওয়ামী দোসর সাংবাদিকদের ইন্দনে থানা প্রশাসনের মাধ্যমে বিএনপি ও  জামাতের নেতাকর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার একাধিক অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ১৭ সেপ্টেম্বর আওয়ামী দোসরা তড়িঘড়ি করে প্রেসক্লাবে একটি প্রহসনের নির্বাচন সম্পন্ন করে। এর পরে বিভিন্ন গণমাধ্যমে ও ইলেকট্রনিক মিডিয়ায় একেরপর এক মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করতে থাকে। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপপ্রচার চালাতে থাকে। প্রেস ক্লাবের এই বিতর্কিত নির্বাচনে আওয়ামী দোসরা সুকৌশলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামকে দিয়ে এই পাতানো নির্বাচনের কমিটি ঘোষণা করেন। এই ঘটনায় জনগণের কাছে প্রেস ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং স্বচ্ছতা হারায়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা একইভাবে বিগত ২০২৪ সালে রাতের আঁধারে আওয়ামী লীগের জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন সম্পূর্ণ করেছিল। অথচ এই বিতর্কিত প্রশাসন দিয়ে প্রেস ক্লাবে একটি পাতানো নির্বাচনের তাদের ষোলকলা পূর্ণ করে। সীতাকুণ্ড প্রেসক্লাবের এই বিতর্কিত পাতানো নির্বাচনের বিরুদ্ধে ক্ষুব্ধ সাংবাদিকেরা গত ৬ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করে। পুলিশ সুপার চট্টগ্রাম, মাননীয় উপদেষ্টা তথ্য ও সম্প্রসার মন্ত্রণালয়, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম প্রেস ক্লাব বরাবরেও লিখিত অভিযোগ দেয়া হয়। এসব বাদ প্রতিবাদের ঘটনায় আওয়ামী দোসরা খোলস পাল্টায়। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে প্রেস ক্লাবকে জিম্মি করে রাখে। এবং শহীদ ওয়াসিম আকরাম হল ও শহীদ আবু সাঈদ গেটের সাইনবোর্ড ভাঙচুর করতেও দ্বিধাবোধ করেনি। এই ঘটনায় সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে  আওয়ামী দোসরা ফ্যাসিস্ট মুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্ববায়ক কমিটির সদস্য ইলিয়াস ভূঁইয়াকে প্রকাশ্য দিবালোকে মারধর করেছে। ফ্যাসিবাদ মুক্ত সীতাকুণ্ড প্রেসক্লাবে আহ্বায়ক, জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীর আলম বিএসসি ও সদস্য সচিব, সোলাইমান মেহেদী সাংবাদিক ইলিয়াস ভূঁইয়ার উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি একজন সাংবাদিকদের উপর  প্রকাশ্য দিবালোকে বরবরচিত এ নগ্ন হামলার সাথে জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে