নোয়াখালীর সেনবাগ উপজেলা কৃষি সমপ্রসারন বিভাগের উদ্যোগে দিনব্যপী পার্টনার কংগ্রেস নামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।সোমবার সেনবাগ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মীরা রানী দাস । সেনবাগ উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল করিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা সমবায় অফিসার অরুন চন্দ্র মজুমদার, কৃষি বিভাগের সিনিয়র মনিটরিং অফিসার আবুল কাসেম মোঃ সারওয়ার, সেনবাগ উপজেলা কৃষি প্রশিক্ষক মোঃ তারিকুল ইসলাম, কৃষি কর্মি বিবি আয়েশা, মোঃ ইউচুপ মোল্লা । উপজেলা কৃষি ভবনের হল রুমে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ৭০ জন কৃষক কৃষিনী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গনমাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন ।