দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক সেনহাটি লিচুতলা নিবাসী মোঃ ইব্রাহিম মোড়লের পুত্র মোঃ নজরুল ইসলাম মোড়ল (৩৫) একই এলাকার চিহ্নিত দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছে। তাকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া থানাধীন পথের বাজার বাবুর মোবাইলের দোকানের সামনে মারামারিকে কেন্দ্র করে সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়লকে চিহ্নিত দুর্বৃত্তরা মারপিট করে।
গতকাল সোমবার ( ২ জুন) সকাল সোয়া ১১ টার দিকে দিঘলিয়া থানাধীন পথের বাজারস্থ জাহিদ হাসান বাবু (৩০) পিতা সালাম মিয়া দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের সালাম মিয়ার পুত্র জাহিদ হাসান বাবুর মোবাইল দোকানের সামনে সেনহাটি পশ্চিমপাড়া নিবাসী জামিরুল ইসলামের পুত্র নুর আলম (২৫) ও আরোহী সোহেল সহ মোটরসাইকেলটি পার্ক করে রাখার সময় বাবু বাধা দিলে কথা কাটাকাটি হয়। এতে নুর আলম সহ ৮-১০ জন ক্ষিপ্ত হয়ে বাবুকে মারপিট করে। তখন অন্যান্য দোকানের লোকজন তাদেরকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হলে ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোড়ল ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান গণ্যমান্য ব্যক্তি রওশান আজাদ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টুসহ অন্যান্য লোকজন বিচারের আশ্বাসে ঘটনা মিটিয়ে দিলে সকলে চলে যায়।
উক্ত ঘটনার জের ধরে গত সোমবার (২ জুন) দুপুর সোয়া ১ টার সময় সেনহাটি ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোড়ল (৩০) পিতা ইব্রাহিম মোড়ল গ্রাম সেনহাটি পশ্চিম পাড়া লিচুতলা থানা দিঘলিয়াকে তার বাড়ির সামনে রাস্তার উপর একা পেয়ে ৮/১০ জনের সংঘবদ্ধ চিহ্নিত দুর্বৃত্তরা "তুই বিচার করার কিডা, তুই শালিকের কথা বলিস" এ কথা বলে সকলে অতর্কিত ভাবে মারপিট করে ফেলে রেখে যায়। তার চিৎকারে লোকজন এসে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।