শেরপুরের শ্রীবরদীর ধানক্ষেত থেকে একটি আহত ভুবন চিল উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুন) বিকালে পাখিটিকে উদ্ধার করে বনবিভাগ ।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ অফিসার মো. সুমন মিয়া বলেন, বালিজুড়ি রেঞ্জাধীন কর্ণঝোড়া বিটের কাকিলাকুড়া বাজারের দক্ষিণ পাশের ধানক্ষেত থেকে একটি আহত চিল উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে সেখানে চিলটিকে দেখতে পেয়ে স্থানীয় বিট অফিসে যোগাযোগ করে। পরে চিকিৎসার জন্য বালিজুড়ি রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়। পাখিটি সুস্থ হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী অধিকার কর্মী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, এটি একটি ভুবন চিল। লম্বা চেরা লেজওয়ালা কালচে-বাদামি মাঝারি আকারের শিকারি পাখি। এর দৈর্ঘ্য কমবেশি ৬১ সেন্টিমিটার, ডানা ৪৩ দশমিক ৮ সেন্টিমিটার। ভুবন চিল আমাদের দেশীয় শিকারি পাখি। আবাস ও খাদ্য সংকটে এরা অনেকটাই বিপন্ন হয়ে পড়ছে।