শরণখোলায় নদীর চর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৪:৪৫ পিএম
শরণখোলায় নদীর চর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

শরণখোলায় সোমবার দুপুরে পুলিশ এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রাম সংলগ্ন বলেশ্বর নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশটি উপজেলার সোনাতলা গ্রামের মজিবর মাতুব্বরের স্ত্রী সাহিদা বেগমের (৫৫)। নিহত গৃহবধুর স্বামী মজিবর মাতুব্বরের বরাত দিয়ে শরণখোলার থানার এসআই আঃ আজিজ বলেন, গৃহবধু সাহিদা বেগম গত ৩০ মে বিকেলে বাড়ীতে কাউকে কিছু না বলে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন ৩দিন ধরে বিভিন্ন স্থানে তাকে  খোঁজাখুঁজি করে ফিরছিলো। সোমবার (২ জুন) সকালে বগী গ্রামের নদীর চরে এক  নারীর লাশ দেখতে পেয়ে  এলাকাবাসী থানা পুলিশকে জানায়। লাশের খবর পেয়ে নিহত গৃহবধুর স্বামী ও তার কন্যা ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয়  সনাক্ত করেন। নিহত সাহিদা বেগমের দীঘদিন ধরে  মস্তিস্ক বিকৃতির সমস্য ছিলো বলে পরিবারের লোকজন জানান।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, ধানসাগর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা লাশের সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করবে। কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে