বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (বিআরডিবি) এর নর্ব নির্বাচনি চেয়াম্যান মো.আক্তারুজ্জামান। তিনি উপজেলার মধ্য সুজনকাঠী কৃষক সমবয় সমিতির প্রতিনিধি ও বরিশাল জেলা উত্তর তাঁতী দলের সদস্য সচিব। তিনি ২ জুন সোমবার সকালে বিআরডিবি হলরুমে উপজেলা আইসিটি কর্মকর্ত আগৈলঝাড়া বিআরডিবি ভাপপ্রাপ্ত সভাপতি মো. আমিনুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার বুঝেনিয়েছেন। এসময় তাতে ফুলদিয়ে বরন করে নেয় কর্তকর্তাবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আগৈলঝাড়া উপজেলা সমবায় অফিসার আফজাল হোসেন ও আগৈলঝাড়া বিআরডিবি জুনিয়র অফিসার (হিসাব) মো.রেজাউল করিম। গৌরনদী বিআরডিবি অফিসার আগৈলঝাড়া বিআরডিবি অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত এইচ.এম শাদাৎ।
বিআরডিবি’র নর্ব নির্বাচনি চেয়াম্যান মো.আক্তারুজ্জামান বলেন, বিগত দিনে বিআরডিবি লোনের ব্যপারে দলিয় করন ও আত্মীয় করন হয়েছে। আমার বেলাতে তা হবেনা। আমি দেখবো যে উদ্যোক্তা সেই লোন পারে। আমার বেলায় লোন নিয়ে ফেলে রাখতে পারেনা। লোনের টাকা কাজে লাগাতে হবে। নিয়মিত লোনের টাকা পারিশোধ করতে হবে। বিআরডিবি অফিসে কোন দূর্নীতি ও দালাল থাকবে না। তিনি আরো বলেন, আমি আমার উপজেলার শিক্ষিত বেকার যুবক-যুবতিদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা বানাবো। তাদের নিযেদের কর্মসংস্থানের পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারে। এছাড়াও মাদককে হাত থেকে যুবসমাজ রক্ষার জন্য, মাদক নির্মূলে কাজ করে যাবো।
সমবায় অফিসার আফজাল হোসেন বলেন,আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলা সমবায় অফিসারে সভার সিদ্ধান্ত মোতাবেক আগৈলঝাড়ার কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচন সম্পন্ত হয়েছে। আমি আমার জীবনে যতোগুলি নির্বাচন দেখেছি সকল চেয়ারম্যনেরা বৃদ্ধ। একমাত্র আগৈলঝাড়ায় দেখলাম তরুন চেয়ারম্যান নির্বাচিত হলো। আমার আশা চেয়াম্যান সমিতির উন্নতি করতে পারবে।