অন্তবর্তী কালীর সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দূর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়েরর উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, এই ফরহাদাবাদ গ্রাম আমার জন্মস্থান। শৈশব থেকে এই গ্রামে আমি বড় হয়েছি। ফরহাদাবাদ স্কুলে আমি পড়াশোনা করেছি। খেলার মাঠে বল খেলেছি। আমার স্কুলে আমি প্রধান অতিথি হয়ে নয় এই গ্রামের সন্তান হয়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা আমার ভাই বোন আত্মীয়-স্বজন প্রতিবেশী আমি আপনাদের ভাই হিসেবে এসেছি। আপনারা বলেছেন এই স্কুলটিকে জাতীয়করন করার জন্য আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাবো এই স্কুলের জন্য যেটা -করতে হয় আমি করবো। কিন্তু আমাকে কথা দিতে হবে আমার আদরের ছাত্রছাত্রীদের তোমরা ভাল পড়াশুনা করতে হবে একেক জনকে ডাক্তার ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতে হবে । ভাল রেজাল্ট করতে হবে। এই ফারহাদাবাদ স্কুলকে শ্রেষ্ট স্কুল হিসেবে আমি দেখতে চাই।
গত শনিবার চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ওসমান ফারুক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তাএ বি এম মশিউজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো: সেলিম রেজা, ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ শাহজাহান তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাবুব আলম।