সাটুরিয়ায় এক ব্রীজের ঠিকাদার চাঁদার টাকা না দেওয়ায় শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ঠিকাাদার।
সাটুরিয়া উপজেলার ফুুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া জেলে পাড়ার কালিমন্দির সংলগ্ন খালের উপর একটি ব্রীজ নির্মাণ কাজ চলছে। এতে সহকারী ঠিকাদার মো. বাবুল মিয়া (৫৫) নিকট কান্দাপাড়া গ্রামের সুকুমার রাজ বংশী বার বার সম্প্রতি ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। টাকা না দিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমুকি দিয়ে আসতেছিল । এর জের ধরে রোববার (১ জুন) বিকাল ৪ টার দিকে সুকুরমার রাজবংশী ৪/৫ জন লোক আমাদের ব্রীজের নির্মাণ অফিস ঘরে ঢুকে আমার নির্মাণ শ্রমিক, লাভলু (৫২) ও টুটুল মিয়া (৩০) কে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আমি সোমবার সকালে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করি।
এ বিষয়ে কান্দাপাড়া ব্রীজের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন বলেন, উক্ত রাজবংশী এর আগেও চাঁদার দাবীতে আরেকবার শ্রমিকদের মারধর করেছিল। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করেছিল। এখন আবার চাঁদার কারনে আরও দুই শ্রমিককে মারধর করল। আমরা এর দ্রুত বিচার চাই। আর যেন কোন লোক কোন নির্মাণ কাজে চাঁদাবাজি করতে না পারে।
অভিযুক্ত সুকুমার রাজবংশীর মোবাইল ফোনে বার বার ফোনে চেষ্টা করেও তার কোন বক্তব্য নেয়া যায়নি। এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর সুকুমার রাজবংশিকে আটক করার জন্য অভিযান পরিচালনা করি। সে পলাতক রয়েছে। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।