পীরগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৭:০৩ পিএম
পীরগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে গতকাল সোমবার স্থানীয় অডিটরিয়ামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। 

২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম কংগ্রেসে প্রধান অতিথি ও পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার বিশেষ অতিথি ছিলেন। উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান সরকার এর সভাপতিত্বে ও ফারজানা জিনাতের সঞ্চালনায় কংগ্রেসে-অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার রুহুল আমিন, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ ফজলুল কবির,পার্টনার কংগেগ্র চতরার সদস্য সুলতান মাহমুদ,রায়পুর ইউপির মাস্তিকা খাতুন,পীরগঞ্জ সদর ইউপির রেজাউল করিম মিঠু,শানেরহাট ইউপির রাজেন্দ্রপাল ও পীরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শাহ মোঃ সাদা মিয়া বক্তব্য রাখেন। এতে কংগ্রেসের সদস্য ছাড়াও বিভিন্ন পেশার দু’শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে