হাটহাজারীর মাছুয়াঘোনা ডিম উৎসব

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৭:০৫ পিএম
হাটহাজারীর মাছুয়াঘোনা ডিম উৎসব

চট্টগ্রামের  হাটহাজারীর মাছুয়াঘোনায় সোমবার ডিম উৎসবের আয়োজন করা হয়েছে। হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ব্যবস্থাপনা ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। মাছুয়াঘোনা হ্যাচারী চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী   উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প ( ২য় পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম এর প্রকল্প পরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বোয়ালাখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মোঃ নাইম হাসান,উপজেলা মৎস্য উন্নয়ন কর্মকর্তা মোছাম্মদ মেহেরুনেচ্ছা।  মোহাম্মদ লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইস এম মনসুর আলী, ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ শফিউল আলম, মোহাম্মদ হোসেন, ডিম সংগ্রহকারী মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ শহীদুল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে