গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৭:১৪ পিএম
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী অজ্ঞাত পুরুষ (৫০) নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে তার বয়স পঞ্চাশেরআশেপাশে হতে পারে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সোমবার (০২ জুন) বিকাল পৌনে চারটার দিকে রাস্তার পার হওয়ার সময় বাউশিয়া পাখির মোড় এলাকায় কুমিল্লাগামী লেনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন,' খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের লাশ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি'।

আপনার জেলার সংবাদ পড়তে