খুলনার রূপসা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসার ও রূপসা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আকাশ কুমার কুন্ডুর এক সৌজন্য সাক্ষাৎ (২ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি তরিকুল ইসলাম ডালিম, সদ্য সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, কোষাধ্যক্ষ মো. আকতার খান, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান, দপ্তর সম্পাদক হামিদুল হক, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবলু, আব্দুল কাদের, সদস্য চিত্তরঞ্জন সেন।