আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী আসার পর দুটি বগি বিকল হয়ে পড়ে। সেই ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জে আসার কথা ৩.৫৫ মিনিটে কিন্তু সেই আন্তনগর ট্রেনটি কিশোরগঞ্জ গিয়ে পৌছাল ১ ঘন্টা ৯ মিনিট পরে। ট্রেনের যাত্রীর সংখ্যা বেশী থাকার কথা থাকলেও আজ সোমবার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির প্রায় বগিই ফাঁকা ছিলো।যাত্রীরা ও কিশোরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা গেছে,দুটি বগি বিকল হওয়ার কারণে যাত্রীরা অনেকেই টিকেট ফেরত দিয়েছেন এই খবর শোনে। ট্রেনটি ঝক ঝক মনে হলেও তার গতি ছিলো একেবারেই কম। এই জন্যেই ঢাকার ঈদ যাত্রীরা এই ট্রেনে উঠে খুব চিন্তার মধ্যে আছেন বলে অনেকের মধ্যে গুঞ্জন ওঠেছে। কারণ এখন ট্রেন দেরিতে কমলাপুর স্ট্রেশনে গিয়ে থামলে ঢাকার ভিতরে রাতের বেলায় কোন নিরাপত্তা নেই বলে অনেকে মন্তব্য করেন। যদিও বর্তমানে ঢাকা ছাড়া ও জেলায় ও প্রতিটি উপজেলা শহরের আঞ্চলিক রাস্তার মধ্যে প্রায় সময়ে রাতের বেলায় ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে যাচ্ছে।আইন শৃঙ্খলা কতটুকু আছে জনমনে প্রশ্ন উঠেছে।