বালিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৭:৫৫ পিএম
বালিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, নতুন নতুন জাতের সম্প্রসারণ, কৃষিতে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধিসহ কীটনাশকের ব্যবহার কমানো, চাষাবাদে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির লক্ষ্য নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) দুপুর ২টায় উপজেলা চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মানেবেন্দ্র মজুমদার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, খামারি ও প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে