লৌহজংয়ে গ্রাম পুলিশদের সাথে ইউএনওর মতবিনিময়

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৮:৫১ পিএম
লৌহজংয়ে গ্রাম পুলিশদের সাথে ইউএনওর মতবিনিময়
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। সোমবার (০২ জুন ২০২৫ ইং) দুপুর ১.৪০ ঘটিকার সময় লৌহজং উপজেলার ১০ টি ইউনিয়নের ৮৪ জন গ্রাম পুলিশের সাথে মতবিনিময় করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। তিনি এসময় উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের সুখ, দুঃখ ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শেনেন এবং তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। 
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, আপনারা যারা গ্রাম পুলিশের সদস্য আছেন তারা এই সমাজে আইন শৃংখলা রক্ষায় সহযোগিতা ও জনগনের কল্যানে গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনারা সমাজর কোথাও কোন অনিয়ম হলে সাথে সাথে প্রশাসনকে জানাবেন। কোথাও মাদক বেচা কেনা হলে, কোথাও কোন প্রকার অনিয়ম দূর্নীতি হলে, সরকারের সম্পত্তি কেউ নষ্ট করলে, যে কোন ধরনের অন্যায় হলে উপজেলা প্রশাসনকে দ্রুত জানানোর জন্য অনুরোধসহ নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতি’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আবু নাসের খান লিমন, লৌহজং প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক তাজুল ইসলাম রাকিব,  উপজেলা নির্বাহী অফিসের নাজির মো. মজিবুর রহমান।
আপনার জেলার সংবাদ পড়তে