রংপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যুবকের মৃত্যু

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৯:১৪ পিএম
রংপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যুবকের মৃত্যু

রংপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মোঃ রফিকুল ইসলাম সবুজ (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে নগরীর ২৮ নং ওয়ার্ডের আশরতপুর ঈদগা পাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রফিকুল ইসলাম সবুক ওই এলাকার আব্দুর রউফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। 

স্থানীয় সুত্রে জানা যায়, গোসল করার উদ্দেশ্যে পানির পাম্প মেশিনের সুইচ দিতে গেলে সুইসের লুজ কানেকশন থাকার কারণে বিদ্যুৎ স্পষ্ট হয়। পরে আত্মীয়-স্বজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আপনার জেলার সংবাদ পড়তে